ক্ষমা চাইতে হবে অমিত শাহ কে : আন্দোলনে নামলেন আদিবাসী সংগঠন এর সদস‍্যরা

22nd November 2020 3:04 pm বাঁকুড়া
ক্ষমা চাইতে হবে অমিত শাহ কে : আন্দোলনে নামলেন আদিবাসী সংগঠন এর সদস‍্যরা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  আদিবাসীদের ভগবান বিরষা মুন্ডাকে অপমান করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে বাঁকুড়ায় মিছিল এবং অবস্থান বিক্ষোভ আদিবাসী সংগঠনের । 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরষা মুন্ডাকে অপমান করেছেন সেই জন্য তাকে ক্ষমা চাইতে হবে এই দাবি তুলে বাঁকুড়াতে মিছিল করল আদিবাসী সংগঠনের কর্মীরা । এদিন বাঁকুড়ার হিন্দি স্কুল থেকে মিছিল করে মাচানতলা পৌঁছায় এবং সেখান  মুক্তমঞ্চে তারা অবস্থান বিক্ষোভে সামিল হন । প্রসঙ্গত রাজ্য সফরে এসে গত ৫ ই নভেম্বর বাঁকুড়ার পুয়াবাগানে বিরষা মুন্ডার মূর্তিতে মাল্যদান নিয়ে বিতর্কের সূত্রপাত হয় ।  আদিবাসী সমাজের দাবি এটা বিরসা মুন্ডার মূর্তি নয় এটি একটি আদিবাসী শিকারির মূর্তি । তাই আমাদের ভগবান বিরষা মুন্ডাকে অপমান করা হয়েছে এর জন্য অমিত শাহকে ক্ষমা চাইতে হবে । 

আদিবাসী সংগঠনের রাজ্য কমিটির সভাপতি লক্ষ্মীনাথ করা বলেন , ভারতবর্ষে আদিবাসীদের জন্য যদি শেষ লড়াই করে থাকেন তিনি হলেন বিরষা মুন্ডা । এছাড়াও তিনি বলেন বিরসা মুন্ডাকে অপমান করার জন্য অমিত শাহকে ক্ষমা চাইতে হবে ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।